
“মুজিব শতবর্ষ-২০২০” উপলক্ষে কয়েকটি ব্যাচে ১০ জন করে বিনা খরচে ৪ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ‘বাংলাদেশ সোসাইটি অফ টেকনোলজি & কমিউনিকেশন'(BSTC) ও মীর আইটি ইনস্টিটিউট!
মীর আইটি ইনস্টিটিউট এর মিরপুর শাখা তে এ প্রশিক্ষণ নেওয়া যাবে।
বিনা মূল্যের প্রশিক্ষণ ছাড়াও ৫০ জনকে ২২৮০ টাকা থেকে ২৭৮০ টাকা নিবন্ধনের মাধ্যমে মীর আইটি ইনস্টিটিউট এর মিরপুর শাখায় প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি।
বিস্তারিত প্রতিষ্ঠানটির ওয়েব (https://mir.com.bd) অথবা ফেসবুক পেজ (www.fb.com/MIR.IT.institute) থেকে জানা যাবে ।
প্রশিক্ষণ শেষে ফ্রিল্যান্সিং করা ও চাকরির সুযোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য।