
চীনের ইউহান প্রদেশে আটকে থাকা বাংলাদেশিসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বিমান বাহিনীর সি১৩০ এয়ারক্রাফট করে তাদের দেশে আনা হতে পারে।দেশে আসতে ইচ্ছুক শিক্ষার্থীদের তালিকা করার পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল টেস্ট বাবদ তাদের দেশে আনা হবে এবং কিছুদিন দেশে মেডিকেল অবজার্ভেশনে রাখার ও দরকার পড়বে।একই সাথে চীনের বিভিন্ন প্রদেশের স্থানীয় প্রাদেশিক সরকার এবং চীনা সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।